ইবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে শাখা ছাত্রমৈত্রী। রবিবার দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে দলটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষা কোন পণ্য নয়। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষার ব্যয় সর্বস্তরের মানুষের নাগালে রাখতে হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানীদের চারণভূমি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত যৌক্তিক হওয়ার দাবি রাখে। প্রশাসন ফি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেবে। অন্যথ্যায় মৌলিক অধিকার আদায়ের স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যৌক্তিক দাবি আদায়ে সে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১১ হাজার ৮১৫ টাকা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১৩ হাজার ৩১৫টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১২ হাজার ৪১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলানায় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এ ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে শাখা ছাত্রমৈত্রী।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ, শামিমুল ইসলাম, আরিফ, সাগর, নজরুল, আশিক, রাজ্জাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করেই ফি বৃদ্ধি করা হয়েছে। আমাদের ভর্তি ফি সহনীয় পর্যায়ে আছে। অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ভর্তি ফি অনেক কম।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :