লেবাননে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:০২

লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ পালন করেছে নাগরিকরা।জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির জেরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খবর বিবিসির।

সোমবার মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ চলাকালে প্রতিবাদকারীদের সঙ্গে লেবাননের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের হটাতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে।

বৈরুতের উত্তরে আওকার জেলায় অবস্থিত মার্কিন ‍দূতাবাসের কাছে অবস্থান নিয়ে দূতাবাসের দিকে পাথর নিক্ষেপ করে এবং রাস্তায় আগুন জ্বালায় বিক্ষোভকারীরা। পিকেটারদের বাধা দিতে দূতাবাস মুখি প্রধান সড়কে ব্যারিকেড বসিয়েছিল নিরাপত্তা বাহিনী।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীদের কয়েকজন ব্যারিকেড ভেঙে দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এই সময় প্রতিবাদকারীরা কালো ও সাদা রঙের মাফলার পরে ট্রাম্প বিরোধী শ্লোগান দেয়।

লেবাননের কম্যুনিস্ট পার্টির নেতা হানা গারিব প্রতিবাদকারীদের বলেছেন, ট্রাম্প ফিলিস্তিনের শত্রু।

বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকাও পোড়ান।একইদিন ভোররাতে এক বৈঠকে শেষে দেয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আরব লীগ।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :