গাজীপুরের ডুয়েট খুলছে রবিবার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) খুলছে রবিবার। একই দিন সকাল ৮টায় শিক্ষার্থীদের তাদের স্ব স্ব হল খুলে দেয়া হবে। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ ডিসেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে এবং একইদিন সকাল ৮টায় শিক্ষার্থীদের জন্য তাদের হল খুলে দেয়া হবে। এছাড়া ২৭ ডিসেম্বর বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি.অর্ক প্রোগ্রামের সকল বর্ষের শিক্ষার্থীদের চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে।

প্রসঙ্গত, পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন, সড়ক অবরোধ, অফিস ও যানবাহন ভাঙচুর এবং ঘটনার সময় পাঁচজন শিক্ষক আহত হবার ঘটনায় ১ নভেম্বর ডুয়েটে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা কর্তৃপক্ষ। ওই দিন বুধবার বিকালে ছাত্রদের এবং পরদিন সকালে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। পরে ওই ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের জন্য বহিষ্কারসহ জরিমানা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজনের প্রত্যেককে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে, আজীবনের জন্য হল থেকে বহিষ্কার, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অপর পাঁচজনকে একাডেমিক কার্যক্রম থেকে তিন বছর বহিষ্কার, হল থেকে আজীবন বহিষ্কার এবং সাত হাজার টাকা করে জরিমানা করা হয়।

গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর পরই বিশ্ববিদ্যালয়টি খুলে দেবার বিষয়ে সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :