আকরাম স্বপদে, আনাম আউট, দুর্জয় ইন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ২০:৫৯

গত ৩১ অক্টোবর বিসিবি নির্বাচনের পর রবিবার ছিল বিসিবির দ্বিতীয় সভা। যেখানে টেস্ট অধিনায়ক পরিবর্তন ছাড়াও গঠিত হয়েছে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি। গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদেই বহাল রয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে এনায়েত হোসেন সিরাজকে।

গেম ডেভেলপ কমিটির প্রধান হয়েছেন খালেদ মাহমুদ সজুন। ভাইস চেয়ারম্যান আকরাম খান। ‍গুরুত্বপূর্ণ হাই পারফরম্যান্স কমিটির প্রধান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাহবুব আনামকে। তার জায়গায় এ কমিটির প্রধান হয়েছেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। নাজমুল হাসান পাপনের সঙ্গে খারাপ সম্পর্কের জের ধরে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন দুর্জয়।

নিচে বিসিবির ১৩ কমিটি দেওয়া হলো

*ওয়ার্কিং কমিটি-এনায়েত হোসেন সিরাজ

*ক্রিকেট অপারেশন্স-আকরাম খান

*ফিনান্স-আফজালুর রহমান সিনহা

*ডিসিপ্লিনারি-আ জ ম নাসির উদ্দিন

*গেম ডেভেলপমেন্ট-খালেদ মাহমুদ সুজন

*সিকিউরিটি-মঞ্জুর কাদের

*ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট-লোকমান হোসেন ভুঁইয়া

*এজ লেভেল (বয়স ভিত্তিক)-তানজিল চৌধুরী

*মেডিক্যাল কমিটি-সৈয়দ আশফাকুল ইসলাম

*টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি (অ্যাড)-আনোয়ারুল ইসলাম

*মিডিয়া-মো: জালাল ইউনুস

*অডিট-শওকত আজিজ রাসেল

*লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল-ইসমাইল হায়দার মল্লিক

(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :