সিরাজদিখানে সরকারি খাল ভরাটের মহা উৎসব

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ২১:০১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামে চলাচলের রাস্তার সেতুর নিচে বাঁধ নির্মাণ করে সরকারি খাল বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

সরেজমিনে স্থানীয়দের কাছে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদের নির্দেশে আমরা ভরাট কাজ চালাচ্ছি। সরকারি খাল ভরাটের বিষয়ে জানাতে চাইলে তারা জানান, আমাদের মালিকানা জমি ভরাটের কাজ শেষ হলে খালটি আবার আমরা পুনরায় ভেকু দিয়ে খনন করে দেব।

উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদ জানান, ওই খালটি পরবর্তীতে নদী পর্যন্ত খনন করে দেয়া হবে এবং রাস্তাও চওড়া করে নির্মাণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :