সিটির ডার্বি জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ০৮:২৬ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৭, ০৮:২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রবিরাতে ইউনাইটেডের মাঠে থেকে ২-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে পেপ গার্দিওলার দল। এই জয়ে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট পাওয়া সিটির শীর্ষস্থান আরও মজবুত হলো।

সিটির হয়ে এদিন একটি করে গোল করেছেন ডেভিড সিলভা ও ওটামেন্ডি। ম্যান ইউ’র হয়ে একমাত্র গোল এসেছে রাশফোর্ডের পা থেকে। পাশাপাশি প্রিমিয়ার লিগে টানা ১৪ ম্যাচ জিতে নজির গড়ল সিটিজেনরা।

২০০২ মৌসুমে টানা ১৪ ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল আর্সেনাল। সেই রেকর্ডেই এবার ভাগ বসাল ম্যান সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো মৌসুমে টানা ১৪ ম্যাচ জিতে আর্সেনালের সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এল সিটি।

গেল রাতে ওল্ড ট্র্যাফোর্ডের উত্তেজনার ম্যানচেস্টার ডার্বিতে প্রথমার্ধে ৪৩ মিনিটে ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় সিটি। কেভিন ডি ব্রুইনের কর্নার থেকে গোল করেন সিলভা। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে ম্যান ইউকে ম্যাচে ফেরান রাশফোর্ড। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যান ইউ। ওটামেন্ডির গোলে ৫৪ মিনিটে স্কোরলাইন ২-১ করে ম্যান সিটি।

ম্যাচের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে কাটলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। পয়েন্ট টেবিলে নাম্বার ওয়ান সিটির পর আছে ইউনাইটেড। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। লিভারপুল চতুর্থ স্থানে। আর্সেনালের অবস্থান পাঁচে। ষষ্ঠ স্থানে টটেনহ্যাম হটস্পার।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :