আ.লীগকে দেখে ঢাকা উত্তরের প্রার্থী দেবেন খালেদা

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৭, ০৮:৩৬

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী দেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। খালেদা জিয়া নিজেই প্রার্থী চূড়ান্ত করবেন বলে জানা গেছে। এছাড়া রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে খালেদা জিয়ার প্রচারণায় অংশ নেয়ার গুঞ্জন থাকলেও তিনি যাচ্ছেন না। প্রচারণায় অংশ নিতে দলটির কেন্দ্রীয় নেতারা রংপুর যাচ্ছেন।

রবিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে চেয়ারপারসনের মামলা সংক্রান্ত আইনি পদক্ষেপ নেয়া, দলের সাংগঠনিক অবস্থা এবং সম্প্রতি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে পর্যবেক্ষণ করা হয়।

বৈঠকে রংপুর সিটি নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা রাখতে নির্দেশ দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে রংপুর সিটি নির্বাচনে প্রচারণায় বিএনপির একটি প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তও হয়েছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বৈঠকে রংপুর সিটি করপোরেশন ও ডিএনসিসি নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রংপুরে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে দলের সিনিয়র নেতাদের রংপুর গিয়ে প্রচারণায় অংশ নেয়ার কথা বলা হয়েছে।

মাহবুবুর রহমান আরও বলেন, ‘ডিএনসিসি উপ-নির্বাচন নিয়ে আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনও প্রার্থী নিয়ে আলোচনা হয়নি। যেহেতু নির্বাচনের এখনো পর্যন্ত অনেক সময় বাকি তাই প্রার্থী নির্ধারণেরও সময় আছে। তাড়াহুড়ার কিছু নেই। আর আওয়ামী লীগ কাকে প্রার্থী করে সেটাও আমরা দেখতে চাই।'

স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, ‘ডিএনসিসি উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে গত নির্বাচনের প্রার্থী তাবিথ আউয়াল তো আছেন। স্থায়ী কমিটির বৈঠকে সদস্যরা চূড়ান্ত প্রার্থী নির্বাচনের জন্য দলের চেয়ারপারসনকে দায়িত্ব দিয়েছেন।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল ( অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :