ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৭, ১৫:০৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সন্তানসহ গৃহবধূ ৫ ডিসেম্বর থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ দুই সন্তান হলো এগারো বছরের তামিম এবং পাঁচ বছরের নওরীন। আর নিখোঁজ গৃহবধূ হলেন সামিরা আক্তার ঝর্ণা।

এ ব্যাপারে সরাইল থানায় ৮ ডিসেম্বর সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ঝর্ণার পিতা আব্দুর রফিক লস্কর।

জানা গেছে, ৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় সামিরা আক্তার ঝর্ণা তার ছেলে তামিম ও মেয়ে নওরীনকে নিয়ে পিত্রালয় কালিকচ্ছ থেকে সিএনজি অটোরিকশাযোগে স্বামীর বাড়ি সরাইল বড় দেওয়ান পাড়া আসার উদ্দেশে রওয়ানা দেন। সেই থেকে দুই সন্তানসহ সামিরা নিখোঁজ রয়েছেন। সামিরার স্বামী মোছলেহ উদ্দিন পল্টু ঢাকায় চাকরি করেন।

৮ ডিসেম্বর তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে স্ত্রী ও ছেলে-মেয়েকে না পেয়ে শ্বশুর বাড়িতে যান। সেখানে গিয়ে স্ত্রী, সন্তানদের না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।

সামিরার পিতা ও স্বামী তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে দুই সন্তানসহ সামিরার কোনো সন্ধান পাননি। সামিরার ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ সামিরার স্বামী মোছলেহ উদ্দিন পল্টু বলেন, ২০০৬ সালে পারিবারিকভাবে আমি সামিরাকে বিয়ে করি। তামিম ও নওরীন নামে দুই সন্তান নিয়ে আমাদের সুখের সংসার। ৪ ডিসেম্বর সোমবার বিকাল ৫টার দিকে আমার স্ত্রী সামিরার সাথে সর্বশেষ কথা হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার আমি ঢাকা থেকে বাড়িতে এসে স্ত্রী, সন্তানদের না পেয়ে শ্বশুর বাড়িতে যাই। সেখানে গিয়ে তাদের না পেয়ে হতাশ হয়ে যাই। এসময় শ্বশুরকে নিয়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাইনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তাদের সন্ধান পেতে সকল প্রকার আইনি প্রচেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :