মেয়েদের প্রোগ্রামিং শেখার তাগিদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৮

‘প্রোগ্রামিং না শিখলে আমার কখনো এমআইটিতে আসা হত না, গুগলে কাজ করা অভিজ্ঞতা হত না, সর্বোপরি হতো বিশ্বের অন্যতম সেরা মানুষদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আর প্রোগ্রামিং শেখার জন্য জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই। অধ্যবসায়, চেষ্টা, গণিতে দক্ষতা আর শেখার আগ্রহ থাকলে মেয়েরাও প্রোগ্রামিং-এ অনেক ভাল করতে পারে।’

বিশ্বের প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেসের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত ফেসবুক লাইভে এই অভিমত ব্যক্ত করেন এমআইটি পড়ুয়া বাংলাদেশের মেয়ে বৃষ্টি শিকদার।

উল্লেখ্য ২০১২ সালে ২৪তম আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক জয়ী ও ‘বিশ্বসেরা হাইস্কুল গার্লস প্রোগ্রামার’ অ্যাওয়ার্ড পাওয়া বৃষ্টি শিকদার ফেসবুক লাইভে তার প্রোগ্রামার হওয়া, সমস্যা সমাধানে আগ্রহ এবং এ নিয়ে গুগলে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন।

নিজের প্রস্তুতি বিসয়ে বৃস্টি বলেন, ‘যখন আমি বাসা থেকে কোথাও যেতাম তখন পথে যখনই সময় পেতাম একটি সমস্যা নিয়ে ভাবতাম। ফেরার পথে সেটির সমাধান হয়ে গেলে বাসায় ফিরে কোডিং করতে লেগে যেতাম’ ।

এর আগে বিডিওএসএন কার্যালয়ে কেক কেটে অ্যাডা লাভলেস দিবস উদযাপনের কর্মসূচী শুরু করে বিডিওএসএনের কর্মীরা।

এই সময় বিডিওএসএনের প্রোগ্রাম সমন্বয়কারী মোশারেফ হোসেন অ্যাডা লাভলেসের জীবনী তুলে ধরেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এজেড

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :