ভারতে পাচারকালে ১০ সোনার বার জব্দ

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৯

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে সোমবার বিকালে আবারো ১০টি সোনার বার ও নগদ দেড় লাখ টাকাসহ একজন পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। সোনার বারগুলো পাচারকারীর দেহে বিশেষ কায়দায় ফিটিং ছিল।

আটক পাচারকারী মো. রনি হোসেন পুটখালি সীমান্তের আকরাম হোসেনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে পুটখালি সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার করে আসছে বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালিয়ে রনিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি সোনার বার ও নগদ দেড় লাখ টাকা জব্দ করা হয়। জব্দ সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।

আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)