সিরিয়ায় রুশ সেনাদের প্রত্যাহারের নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৩১ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:০৬

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে রুশ বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার সিরিয়ায় রুশ ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। খবর আল জাজিরা ও আরটি নিউজের।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার সকালে সিরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের লাটাকিয়ায় অবস্থিত খেমিমিম বিমান ঘাঁটি পরিদর্শনে যান ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংবাদ সংস্থা নভোস্তি জানায়, পুতিন বলেছেন, সাধারণভাবে সন্ত্রাসীদের সম্পূর্ণ উৎখাতের মাধ্যমে এই অঞ্চলে যুদ্ধের কাজ সমাপ্ত হয়েছে।

খেমিমিম সামরিক কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফকে সিরিয়ার স্থায়ী ঘাঁটি থেকে রুশ সেনাদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছি।’

পুতিন আরো বলেছেন, গত দুই বছর ধরে এই স্থান থেকে রুশ ও সিরিয়ার সেনারা যুদ্ধে শক্তিশালী আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করেছে।

পুতিন তার এই সিদ্ধান্তের বিষয়ে বলেন, সিরিয়ায় থাকা নির্দিষ্ট সংখ্যক রুশ সেনাদের রাশিয়া ফিরিয়ে নেয়া উচিত।

তবে তিনি সতর্ক করে বলেন, আবার যদি সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করে তাহলে অবশ্যই রুশ সেনারা পুনরায় হামলা চালাবে। আর এই হামলা হবে ভয়াবহ- যা পূর্বে সন্ত্রাসীরা কখনো দেখেনি।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকে যোগ দিতে রওয়ানা হয়ে সিরিয়ায় যাত্রাবিরতি দেন ভ্লাদিমির পুতিন।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সক্রিয় সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশন, ইসলামিক স্টেট (আইএস), আল নুসরা ফ্রন্ট ও অন্যান্য সন্ত্রাসীদের নির্মূলে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে কাজ করছে রুশ বাহিনী।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম-চাউমিন! 

প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিলো মার্কিন সিনেট 

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

লোহিত সাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৩

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

এই বিভাগের সব খবর

শিরোনাম :