লালমনিরহাটে ভ্যাট টার্গেট ২২০ কোটি, আদায় ৮০ কোটি

আঞ্চলিক প্রতিনিধি, লালমনিরহাট
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৭, ২১:১৬

‘ভ্যাট দিচ্ছে জনগণ- দেশের হচ্ছে উন্নয়ন’-এই প্রতিপাদ্য বিষয়ে সারাদেশের ন্যায় লালমনিরহাটেও জাতীয় ভ্যাট দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে লালমনিরহাট কাস্টমস বিভাগীয় কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট লালমনিরহাট সার্কেল-এর রাজস্ব কর্মকর্তা মাকছুদুর রহমান ও সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে, গত ২০১৫-১৬ অর্থবছরে লালমনিরহাটের ৫ উপজেলা থেকে মোট ১৪৯ কোটি টাকা ভ্যাট আদায় হয় এবং চলতি অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ২২০ কোটির মধ্যে গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট ৮০ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :