রূপগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছেন। সোমবার দুপুরে উপজেলার তারাবো দক্ষিণপাড়া এলাকাবাসী এ বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে।

বিক্ষোভকারীদের মাঝে বক্তব্য দেন- সাবেক ইউপি সদস্য সাত্তার মেম্বার, শহিদুল্লাহ মুন্সী, রোস্তম আলী, মাসুম মিয়া, সালমা বেগম প্রমুখ।

এলাকাবাসীর অভিযোগ, তারাব বাজার থেকে সোনালী পেপার মিল পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা। রাস্তার পাশে গড়ে উঠেছে শবনম ওয়েল মিল, রহমান কেমিক্যাল, সোনালী পেপার মিলসহ বেশ কয়েকটি শিল্প কারখানা। ১২ ফুট এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত এ সকল শিল্প কারখানার শত শত ট্রাক চলাচল করছে। এসকল গাড়ি চলাচলের কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে খানাখন্দে ভরে গেছে। এ কারণে এলাকাবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

এ কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রাস্তাটি সংস্কার ও প্রশস্থকরণের।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)