বাগেরহাটে কৃষিঋণ নীতিমালা বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৪২

বাগেরহাটে কৃষিঋণ নীতিমালা এসএমই নীতিমালা, আসল নোটের বৈশিষ্ট্য, ঋণ শ্রেণিকরণ ও পুনঃতফসিলীকরণ সংক্রান্ত বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় হয়েছে।

সোমবার সকালে বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখার আয়োজনে এই সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপব্যবস্থাপক মো. আমজাদ হোসেন।

প্রধান অতিথি বলেন, দেশের ৮৫ ভাগ মানুষই কৃষক। এই কৃষিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে তাই আমাদের সকলের দায়িত্ব হবে কৃষকদের সঠিক সময়ে ঋণ বিতরণ করা। ঋণ বিতরণের ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যেন কোন কৃষক অভিযোগ না করতে পারে সেজন্য আমাদের আরও সতর্ক হতে হবে।

মতবিনিময় সভায় বাগেরহাটের সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট কর্মকর্তারা অংশ নেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :