‘বন রক্ষা করা না গেলে আরো বিপর্যয় আসবে’

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৭

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সোমবার বেলা ১১টায় রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়।

এতে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও বন সারাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু এর উপর অত্যাচার শুরু করেছে মানুষ। এর বিরূপ প্রভাব পড়া শুরু হয়েছে। পাহাড় ধস হচ্ছে। মানুষ মরছে। তীব্র গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি কমে যাচ্ছে। কখনও অতি বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড় বন রক্ষা করা না গেলে আরো বিপর্যয় আসবে।

পরিবেশ রক্ষার জন্য তৈরি করা আইনগুলো যথাযত প্রয়োগ করতে হবে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে মত দেন বক্তারা।

এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :