দুদকের হাতে সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:০৪ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:০৩
ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী মো. আছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনজুর আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন।

দুদক সূত্র জানায়, আছির উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুপুরের পর এই প্রকৌশলীকে আদালতে তোলা হবে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএকে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :