রাত ১০টা পর দেখাতে হবে কনডমের বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:০৬

টেলিভিশনে কনডমের যে বিজ্ঞাপন দেখানো হয় তার ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের দাবি, এ ধরনের বিজ্ঞাপন শিশুদের জন্য অনুপযুক্ত ও অশালীন। তাই টেলিভিশন চ্যানেলগুলিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরামর্শ, রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যেই কনডমের বিজ্ঞাপন দেখাতে হবে। তার আগে বা পরে নয়।

সোমবার মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, কনডমের বিজ্ঞাপন প্রাপ্তবয়স্ক দর্শকের জন্যই প্রযোজ্য। এবং শিশুদের জন্য তা শালীনতার মাত্রা ছাড়াতে পারে। ফলে প্রাইম টাইমের পরিবর্তে তা দেখানো হোক গভীর রাতে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দর্শকদের একাংশের অভিযোগ, টেলিভিশনে দেখানো কনডমের বিজ্ঞাপনগুলি অশালীন। বিশেষ করে শিশুদের পক্ষে তা অত্যন্ত কুরুচিপূর্ণ। গত মাসেই এ নিয়ে সরকারের কাছে আবেদন করেছিল অ্যাডভার্টাজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অব ইন্ডিয়া (এএসসিআই)।

সংস্থার তরফে জানানো হয়েছে, কনডমের বিজ্ঞাপন বন্ধের জন্য বিভিন্ন মহল থেকেই তাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিজ্ঞাপনী প্রচারে কনডম প্রস্তুতকারী সংস্থাগুলি অতিরিক্ত ‘অ্যাডাল্ট কনটেন্ট’ ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছিল। ফলে তা প্রাইম টাইম-এ না দেখানোর জন্য আবেদন করা হয়। রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে কনডমের বিজ্ঞাপন দেখানোর সময়সীমা বেঁধে দেয়ার জন্য আর্জি জানায় এএসসিআই।

১৯৯৪-এর ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক নিয়মের আওতাধীন একটি ধারা উল্লেখ করে, এ ধরনের বিজ্ঞাপন নিয়মিত দেখানো বন্ধ করারও কথা বলেছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, সরকারের তরফে এটি পরামর্শ হলেও তা অমান্য করলে টেলিভিশন চ্যানেলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :