রাজধানীতে হত্যা মামলায় চারজনের ফাঁসি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৪২

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারে মো. রানা নামে একজনকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মাসুদ, আল আমিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মো. বাবলা ও মনির হোসেন ওরফে সন্ত্রাসী মনির। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা ট্রাইব্যুনালে উপস্থিত থাকলেও ফাঁসির দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

মামলায় বলা হয়, ২০০৯ সালের ৯ জানুয়ারি রাতে আসামিরা রানাকে ডেমরার স্টাফ কোয়ার্টারে নিয়ে গলাকেটে ও পেটে আঘাত করে হত্যা করে। পরে লাশ ডেমরার শুন্যটেংরা গ্রামের আ. আলিমের ফাঁকা জমিতে ফেলে রেখে যায়। ওই ঘটনায় ডেমরা থানার এসআই মো. আবুল কালাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলাটি করেন।

মামলার পর আল আমিন ও মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলাটির তদন্ত করে মো. আবুল কালাম ছয় আসামিকে অভিযুক্ত করে ২০০৯ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১২ সালের ১ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলার আসামি জাহাঙ্গীর হোসেন শুরু থেকে পলাতক। অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন নেয়ার পর থেকে পলাতক আছেন। মামলার বিচারকাজ চলাকালে বিভিন্ন সময়ে ট্রাইব্যুনাল ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :