ভাষা সংগ্রামী শেখ আবু হামেদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:১২ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬

ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদকে জাতীয়ভাবে সম্মানিত করা উচিত বলে মনে করেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৈয়দ সিরাজুল ইসলাম জেলা পরিষদ মিলায়তনে অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এ মত ব্যক্ত করেন।

দীপু মনি বলেন, অধ্যক্ষ শেখ হামেদ এর জীবন বিস্ময়কর। একজন মানুষ ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সরাইলে ছাত্রলীগ, আওয়ামী লীগ শুরু করেছেন, সরাইল কলেজ প্রতিষ্ঠা করেছেন, তিনি একই সাথে কবি-সাহিত্যিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক।

অবিশ্বাস্য রকমের বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন শেখ আবু হামেদ। অথচ দেশের মানুষ এ মহান মানুষকে ঠিকমত চেনে না, এটা জাতীয় ব্যর্থতা। এ গুণী মানুষটিকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান করা জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা র.আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

দীপু মনি বলেন, আমাদের দেশে অনেক গুণী মানুষ আছে, যারা শুধু নিজ এলাকার নয়, সারাদেশের প্রতি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। তারা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমরা তাদের স্মরণ করি না। আমরা জাতি হিসেবে হয়ত খানিকটা বিস্মৃতি প্রবণ। আমরা এসব গুণী মানুষদের ভুলে যাই। শেখ আবু হামেদদের মতো মহান মানুষদের ভুলে গেলে, অনুপ্রেরণার উৎসগুলো হারিয়ে ফেলব। এই একজন মানুষ যিনি অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন।

তিনি শুধু রাজনৈতিক সংগঠন নয়, মেয়েদের শিক্ষা বিস্তারে স্কুল প্রতিষ্ঠা করেছেন। অন্যান্য গুণী মানুষকে যেন মানুষ ভুলে না যায়, সেজন্য তাদের নামে স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেছেন। ক্রীড়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। একজন মানুষ কত গুণের অধিকারী হতে পারেন, এর উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ।

শেখ আবু হামেদ এর বর্ণাঢ্য জীবনকে একটি বইয়ের মধ্যে ধারণ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান সাবেক মন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের গবেষক মামুন সিদ্দীকী। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আলামীন শাহিন। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, সাবেক উপজেলা চোয়ারম্যান রফিক ঠাকুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, অ্যাডভোকেট রাশেদ ও রোকেয়া বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শাহজাহান ঠাকুর।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :