রজনীকান্তের বার্থডে জোকস

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৯

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

তাঁর আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। জনপ্রিয় রজনীকান্ত নামে। বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে বাস কন্ডাক্টর হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। আজ তিনি তামিল ছবির সুপারস্টার। ‘থালাইভা’ রজনীকান্ত আজ মঙ্গলবার ৬৭ বছরে পা দিলেন। মানে আজ এই কিংবদন্তী অভিনেতার জন্মদিন। তাঁর স্টাইল নিয়ে ওয়েব দুনিয়ায় নানা জোকস প্রচলিত। চলুন তবে পড়ে আসি সেরা দশ রজনীকান্ত জোকস।

জোকস ১: এটিএম থেকে টাকা বেরোনোর জন্য রজনীকান্তের ভিজিটিং কার্ডই যথেষ্ট।

জোকস ২: একদিন ঘুম থেকে উঠে রজনীকান্ত ঠিক করলেন, বিশ্বকে তাঁর জ্ঞানের ঝুলি থেকে এক শতাংশ দান করবেন। সেদিনই ‘গুগল’ এর জন্ম।

জোকস ৩: রজনীকান্ত নিজের প্রাথমিক শিক্ষার ক্লাস করেছেন সাতটি ভিন্ন জায়গায়। সেগুলিই এখন আইআইটি নামে পরিচিত।

জোকস ৪: নেটিজেনরা ব্ল্যাকবেরি, আইফোন, আইপ্যাডে নিজেদের স্টেটাস আপডেট করেন। রজনীকান্ত করেন ক্যালকুলেটরে।

জোকস ৫: রজনীকান্ত এক বার একটি বাচ্চার সামনে গার্লফ্রেন্ডকে চুমো খেয়েছিলেন। সেই বাচ্চাটিই এখন ইমরান হাশমি।

জোকস ৬: কেন ভূমিকম্প হয় জানেন? রজনীকান্তের মোবাইল তখন ভাইব্রেশন মোডে থাকে।

জোকস ৭: একদিন রজনীকান্ত স্কুলে যাননি। সেই দিনটিই এখন রবিবার নামে পরিচিত।

জোকস ৮: কেবিসির হট সিটে রজনীকান্ত বসার পর ‘কম্পিউটারজি’ লাইফলাইন নিয়েছিল প্রশ্ন বাছাই করতে।

জোকস ৯: রজনীকান্ত একটি রোড রোলার কিনেছেন। কেন জানেন? নিজের জামা ইস্ত্রি করার জন্য!

জোকস ১০: রজনীকান্তের সেরা জোকস গজনিও ভুলতে পারে না।  

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএইচ