‘সংকটের মধ্যেও বেড়েছে বৈদেশিক কর্মসংস্থান’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা সংকটের মধ্যেও গত বছরের তুলনায় এবার আমাদের কর্মীর কর্মসংস্থান হয়েছে শতকরা ২৮%।’

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রিপোটার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএএম) আয়োজিত মধ্যপ্রাচ্যের বর্তমান শ্রমবাজার নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জানুয়ারি ২০১৭ থেকে আজকের দিন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট নয় লাখ ৫৯ হাজার ৩৫৪ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চসংখ্যক। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। যা সংখ্যায় পাঁচ লাখ ১৩ হাজার ৮৬২ জন। ওমান ও কাতারে যথাক্রমে ৮৩ হাজার ১৬ জন ও ৭৭ হাজার ১৪৫ জন। এছাড়া কুয়েতে ৪৬ হাজার ১৭৪ জন, মালেশিয়ার বাজারে ৮৩ হাজার ১৬৯ জন এবং সিঙ্গাপুরে ৩৭ হাজার ৬৭০ জন।’

মন্ত্রী বলেন, ‘এসব কর্মীর মধ্যে নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে এক লাখ ১৩ হাজার নয়জন। এই সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে সৌদি আরবে, যার সংখ্যা ৭৬ হাজার ৪১০ জন। এছাড়া জর্ডানে ১৯ হাজার ১২ জন এবং ওমানে আট হাজার ৬৮৬ জন।’

মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংকটের মধ্যে সরকার কীভাবে কর্মসংস্থান বাড়িয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার মধ্যপ্রাচ্য ছাড়াও বিভিন্ন দেশে যোগাযোগ আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কাজ শিখিয়ে কর্মীদের বাইরে পাঠাচ্ছি। তবে একটা সমস্যার কথাও বলতে হয়, আমাদের অনেক কর্মী আছে যারা কোনো কাজ না শিখেই দেশের বাইরে যায়। এরা বাইরে গিয়েও বেকার হয়ে পড়ে। তবে যারা দক্ষ, অনন্ত কিছু কাজ জানে তাদের কাজের অভাব হয় না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. নুমিতা হাওলাদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১২ডিসিম্বর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :