সন্দেহভাজন আকায়েদের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:২২ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:০২

মার্কিন যুক্তরাষ্ট্রে বোমা হামলায় সন্দেহভাজন বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর স্ত্রী, শ^শুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। বছর তিনেক আগে হাজারীবাগে বিয়ে করেন আকায়েদ। তার ছয় মাসের একজন ছেলেসন্তান রয়েছে রয়েছে বলে জানায় পুলিশ।

আকায়েদের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে আটকের সত্যতা ঢাকাটাইমসকে নিশ্চিত করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, ওই তিনজনকে আটক নয়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনের এইটথ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের কাছে বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়। ওই বিস্ফোরণের পর শরীরে নিম্ন-প্রযুক্তির একটি বোমা বাঁধা অবস্থায় আকায়েদ উল্লাহকে আটক করা হয় বলে দাবি করে দেশটির পুলিশ। আকায়েদ ব্রুকলিন এলাকার বাসিন্দা বলে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএ মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :