বিপিএলে মাশরাফির হাতে চতুর্থ শিরোপা

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৭, ২১:৪৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭, ২১:৫৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। মঙ্গলবার ফাইনাল ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে শিরোপা জিতে নিল মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। বিপিএলে পাঁচ আসরের মধ্যে অধিনায়ক হিসাবে মাশরাফি বিন মুর্তজার এটি চতুর্থ শিরোপা।

বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্লাডিয়েটরস। দুইবারই দলটির অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় আসরে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেবারও চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন ‍মুর্তজা।

চতুর্থ আসর ভালো যায়নি মাশরাফি বিন মুর্তজার। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাদ পড়ে যায় লিগ পর্ব থেকে। এবার মাশরাফি বিন মুর্তজাকে আইকন খেলোয়াড় হিসাবে দলে নেয় রংপুর রাইডার্স। অধিনায়কের দায়িত্ব তুলে দেয় তার কাঁধে। সেই দায়িত্ব ভালোভাবে পালন করলেন মাশরাফি। ব্যক্তিগতভাবে ভালো করার পাশাপাশি দলকে শিরোপা পাইয়ে দিলেন তিনি।

রংপুর রাইডার্সের এবারের টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটা জিতে নিলেও পরে কয়েকটি ম্যাচ হেরে তারা ব্যাকফুটে চলে যায়। এরপর শ্বাসরুদ্ধকর কয়েকটি জয় পেয়ে তারা এগিয়ে যায়।

পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে থেকে তারা প্লে-অফ খেলে। এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্স ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠে রংপুর রাইডার্স।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এসইউএল)