বিপিএলের রোল অব অনার

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৭, ২১:৪৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো শিরোপা জিতল রংপুর রাইডার্স। আর অধিনায়ক হিসাবে বিপিএলে চতুর্থ শিরোপা জিতে নিলেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার বিপিএলের পঞ্চম আসরের ফাইনাল ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স।

২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটরস। রানার আপ হয় বরিশাল বার্নার্স। ২০১৩ সালেও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটরস। রানার আপ হয় চিটাগং কিংস।

এরপর বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়ায় ২০১৫ সালে। সেবার বিপিএলে প্রথমবারের মতো অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় আসরে রানার আপ হয় বরিশাল বুলস। ২০১৬ সালে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ঢাকা। আর প্রথমবারের মতো বিপিএলে শিরোপা উঠে সাকিব আল হাসানের হাতে। গত বছর রানার আপ হয় রাজশাহী কিংস।  

বিপিএলের রোল অব অনার

আসর

সাল

রানার আপ

চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক

প্রথম

২০১২

বরিশাল বার্নার্স

ঢাকা গ্লাডিয়েটরস

মাশরাফি বিন মুর্তজা

দ্বিতীয়

২০১৩

চিটাগং কিংস

ঢাকা গ্লাডিয়েটরস

মাশরাফি বিন মুর্তজা

তৃতীয়

২০১৫

বরিশাল বুলস

কুমিল্লা ভিক্টোরয়ান্স

মাশরাফি বিন মুর্তজা

চতুর্থ

২০১৬

রাজশাহী কিংস

ঢাকা গ্লাডিয়েটরস

সাকিব আল হাসান

পঞ্চম

২০১৭

ঢাকা ডায়নামাইটস

রংপুর রাইডার্স

মাশরাফি বিন মুর্তজা

 

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এসইউএল)