আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:১৪

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ের আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ দলীয় সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল গ্রুপ ও সাবেক এমপি ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মেদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর, টাংগাব ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, টাংগাব ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুলসহ তিনজন আহত হন। গুরুতর আহত আবদুল আওয়ালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে উপজেলার টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগরের নেতৃত্বে ২০/২২টি মোটরসাইকেল নিয়ে একদল নেতাকর্মী নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী বাজারে অনুষ্ঠেয় বাবেল গ্রুপের বর্ধিত সভায় যোগ দিতে যাচ্ছিল। আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিনের নিগুয়ারী ইউনিয়নের পাতলাশী গ্রামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এমপি বাবেল গ্রুপের নেতা-কর্মীদের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পাগলা থানার ওসি মো. মুখলেছুর রহমান জানান, দুইটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এমডি/এলএ)