পাঠশালা থেকে বাড়ি ফেরা হলো না ক্ষুদে শিক্ষার্থীর

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:৪০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭, ১০:৫২

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

পুকুরে পা ধুতে গিয়ে মাদারীপুরের কালকিনিতে তিথি নামে পাঁচ বছর বয়সের ক্ষুধে শিক্ষার্থীর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। সে নবগ্রাম এলাকার এক গ্রাম্য পাঠশালার ছাত্রী ছিল।

মঙ্গলবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকা ও ভুক্তভোগী পরিবার বলছে, উপজেলার নবগ্রাম এলাকার নবগ্রাম গ্রামের পঙ্কজ বাড়ৈর শিশু কন্যা তিথি গ্রাম্য পাঠশালার পড়ালেখা শেষ করে একা বাড়ি রওনা দেয়ার পথে তার পায়ে কাদা-মাটি লাগে। এসময় সে বাড়ির পাশের একটি পুকুরে পা ধুতে গিয়ে পিছল খেয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি শেষে ওই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত শিশুর বাবা পঙ্কজ বাড়ৈ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে পাঠশালা থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে মারা গেছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)