‘আনিসুলের মতো ভালো মানুষ বেশি দিন বাঁচে না’

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৭, ০০:০১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭, ০০:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, আনিসুল হক মেয়র হিসেবে মাত্র আড়াই বছরের মতো দায়িত্বে ছিলেন। এই সময়ের মধ্যে কোনো একটা কাজ অল্প সময়ের মধ্যে কীভাবে সুন্দরভাবে করা যায় এ জন্য আমার সাথে আলোচনা করতেন। যা করতেন আন্তরিকার সাথে করতেন।

মঙ্গলবার বাদ মাগরিব গুলশান-২ এর নগর ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে স্মৃতিচারণ এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এলজিআরডিমন্ত্রী এ কথা বলেন।

আনিসুলের সাহসী উদ্যোগের প্রশংসা করে খন্দকার মোশাররফ বলেন, ‘তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড উনি যেভাবে দখলমুক্ত করলেন একা, আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। গাবতলীতে চলার কোনো পথই ছিল না, উনি নিজে দাঁড়িয়ে থেকে তা পরিষ্কার করেছেন। আমি বলবো একমাত্র আনিসুল হক দেখেই তার সাহসের বলে এই কাজগুলো করতে পেরেছেন। তার জায়গায় অন্য কেউ হলে এটা পারতো না।’

মন্ত্রী বলেন, ‘উনি যে এভাবে চলে যাবেন এটা আমার বিশ্বাস হয় না। যাওয়ার আগে আমাকে বলে গেছেন, মেয়ের বাচ্চা হবে এ জন্য লন্ডনে যাচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরব। ফিরলেন তাড়াতাড়ি, কিন্তু কী অবস্থায় ফিরলেন। আসলেই আনিসুলের মতো ভালো মানুষ বেশি দিন বাঁচে না।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণি বলেন, ‘মেয়র আনিসুল হকের ‍শূন্যতা পূরণ করার মতো না। তবে এটা বলতে চাই, যতদিন আমি দায়িত্বপ্রাপ্ত আছি মেয়রের কাজ চালিয়ে নিয়ে যাবো।’

প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হকসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এএকে/জডএ)