সাকিবের আফসোস গেইলের ক্যাচ

ক্রীড়া প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৭:৫৫

ফাইনাল হেরে কিছুটা মন খারাপ ছিল সাকিবের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসলেন বিবর্ণ মুখ নিয়ে। হার জিত তো থাকবেই, তাই বলে এভাবে হারতে হবে ফাইনালের মতো বড় ম্যাচে? সাকিব সঙ্গতকারণে হতাশ।

কী কারণে এমন হার?ক্রিস গেইলের ক্যাচ ড্রপকেই এক নম্বর কারণ মনে করছে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। ২২ রানের মাথায় গেইলের ক্যাচটি ছেড়েছিলেন সাকিব নিজে। তাই দোষ নিজের উপরই চাপিয়েছেন তিনি।

সাকিব বলেন,‘আমার ক্যাচ মিসটা গুরুত্বপূর্ণ ছিল।ওই সময় গেইল আউট হলে এত বড় স্কোর হতো না। হয়তো ১৪০-১৪৫ রান হতো। তখন এই উইকেটে এটা চেজ করা যেত।’

নিজেদের বোলিং নিয়েও আফসোস আছে সাকিবের। বললেন,‘আমরা বোলিংটা ওভাবে ভালো করতে পারি নাই। গেইলের ক্ষেত্রে মনে হয় আমরা ভালো জায়গায় যথেষ্ট বল করতে পারি নাই। হয়তো বা আরও এক দুইটা সুযোগ পেলে কিছু করতে পারতাম। কিন্ত সুযোগটা আর আসে নাই।’

প্রথম স্পেলে নিজে ভালোই বোলিং করেছিলেন সাকিব। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ৭ রান। কিন্তু গেইলের তাণ্ডবের সময়ে বল করতে আসেননি। অবশ্য শেষ ওভার বল করতে এসে গেইলের কাছে তিন ছক্কার মার খেতে হয়। শেষমেশ ৪ ওভারের কোটা পূরণ করেননি সাকিব। এর ব্যাখ্যা এভাবে দিয়েছেন তিনি,‘গেইল আউট হলে অবশ্যই বল করতে পারতাম। গেইল যতক্ষণ ছিল ওই সময় আমার বল করা কঠিন। যেহেতু বাঁহাতি স্পিনার আমি, ওর অন্য খুব সহজ। সেজন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যেটা আমার করতেই হতো।’

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :