‘ফাইনাল খেলারই লক্ষ্য ছিল না’

ক্রীড়া প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৪

শুরুটা হয়েছিল জয় দিয়ে। কিন্তু এরপর টানা তিন ম্যাচে হার। শেষ দল হিসেবে কোনোমতে শেষ চারে ওঠা। কিন্তু এরপরই বদলে গেল রংপুর রাইডার্স। টানা তিন ম্যাচে ড্যাসিং পারফরম্যান্স। শিরোপা জয়। যেটা নাকি ভাবতেও পারেননি মাশরাফি। জানালেন, শেষ চার খেলার লক্ষ্য নিয়ে দল গড়োছিলেন তারা। কিন্তু এই দল নিয়েই চ্যাম্পিয়ন রংপুর। পাঁচটি বিপিএলের চার শিরোপাই উঠলো মাশরাফির হাতে।

এ সাফল্যে তৃপ্ত মাশরাফি বলেন,‘ অবশ্যই খুব ভালো লাগছে।রংপুরে যখন স্বাক্ষর করি, তখন তাদের প্রত্যাশা ছিল দলটা যেন সেমিফাইনাল খেলে। অনেক কষ্ট করে সেমিফাইনাল উঠতে হয়েছে। এতেই তারা খুশি ছিলেন।’

মাশরাফি যোগ করেন,‘ চার নম্বরে থেকে শেষ চারে উঠেছি। শেষে থাকলে দুটি সেমিফাইনাল খেলতে হয়। তবে সুবিধা ছিল যে আমাদের প্রত্যাশা কম ছিল।’

ক্রিস গেইল, জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালাম। এলিমেনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল জয়ের নায়ক। মাশরাফি জানালেন, দলও তাকিয়ে ছিল এই তিন তারকার দিকে।

মাশরাফি বলেন,‘ আমরা জানতাম, আমাদের দলে কয়েকজন বড় ক্রিকেটার আছে। তারা যদি বিধ্বংসী ব্যাট করতে পারে, তাহলে অন্য দলের জেতা কঠিন। আর ওরা ওইটাই করেছে। আমরা যা চাচ্ছিলাম তারা সেটাই করেছে। তাই কাজটা সহজ হয়ে গেছে।’

পুরো দলকে স্বাধীনতা দিয়েছেন মাশরাফি। এটাও সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। বলেন,‘ চতুর্থ দল হিসেবে যখন গ্রুপ পর্ব পার করলাম, একটিই বার্তা ছিল, আমরা যে সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগাতে হবে। আমরা যেন অলআউট ক্রিকেট খেলি, স্বাধীনতা নিয়ে। যেটা করতে মন চায়, সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। কোনো দোষাদোষী নেই। দায় চাপানো নেই। কেউ কাউকে দোষ দেয়নি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।’

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :