বিজয়ের মাসে পতাকা বিক্রির ধুম

শাখাওয়াত হোসেন, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১১:২০ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১১:১৬

বিজয়ের স্মৃতিবিজড়িত মাস ডিসেম্বর। এই বিজয় ছিনিয়ে আনতে ঝরেছে লাখ শহীদের রক্ত। তাই ডিসেম্বর এলেই লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু হয় জাতীয় পতাকা বিক্রয়ের ধুম।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাস্তায় রাস্তায় বাঁশের সাথে ছোট বড় পতাকা বেঁধে বিক্রি করছেন মৌসুমী বিক্রেতারা। বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকেই।

সারাবছর অন্য পেশায় জীবিকা নির্বাহ করলেও ডিসেম্বর, ফেব্রুয়ারি আর মার্চ মাসে অনেকে পতাকা বিক্রি করে জীবন ধারণ করেন। এই মাসগুলোতে পতাকা বেশি বিক্রি হয়।

সিরাজদিখান বাজারে কথা হয় পতাকা বিক্রেতা মো. রফিক মিয়ার সাথে। তিনি ঢাকাটাইমসকে জানান, ঢাকার পোস্তগোলা থেকে পতাকা বিক্রি করতে এসেছেন এখানে। ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা দামের পতাকা রয়েছে তার কছে। প্রতিদিন ৮০০ থেকে ১০০০ টাকা বিক্রি করতে পারেন। এর মধ্যে ৩০০ থেকে ৪০০ টাকা লাভ হয় বলে জানান এই বিক্রেতা।

বিজয় দিবস যত ঘনিয়ে আসছে ততই পতাকা বিক্রি বাড়ছে বলে জানান বিক্রেতারা। অফিস-আদালত, দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিজয় দিবসে পতপত করে উড়বে লাল-সবুজের পতাকা।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :