লালমনিরহাটের সাবেক এমপি জয়নুল আবেদিন আর নেই

আঞ্চলিক প্রতিনিধি, লালমনিরহাট
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১১:২৭

লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন সরকার আর নেই। বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

এমপির ভাগিনা হাতীবান্ধা এস.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল জানান, তিনি এই আসনে চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। মৃত্যুকালে তিন মেয়ে, দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলার হাতীবান্ধা এস.এস উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে উপজেলার টংভাঙ্গা গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৮৬ থেকে ১৯৯৬ সালের নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে চারবার এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির সাবেক নেতা জয়নুল আবেদিন। মনোনয়ন বঞ্চিত হয়ে অভিমানে ২০১০ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :