খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ‘ইউপিডিএফে’র ৬ কর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:১৮

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ছয় যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার ভোরে গোপন সংবাদে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে ছয় যুবককে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিতে দুটি পিস্তল, একটি রাইফেল, একটি দেশীয় এলজি এবং ৪৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মাটিরাঙা সেনা জোনের পক্ষ থেকে আটকদের ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর সামরিক শাখার কর্মী বলে জানানো হয়েছে। তবে ইউপিডিএফের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :