মাশরাফিতে মজেছেন গেইল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে দলনেতা মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ শিরোপা জয়ের মূল নায়ক ক্রিস গেইল।

ম্যাশকে নিয়ে ক্যারিবিয়ান এই মারকুটে ব্যাটসম্যান বলেন, ‘মাশরাফি অবশ্যই অসাধারণ অধিনায়ক। অনেক অভিজ্ঞ একজন। মানুষ হিসেবেও দারুণ। পাগলাটে সব কথায় সবাইকে হাসিয়ে নির্ভার করে দেয়। ম্যাশের নেতৃত্বে খেলা তাই সবসময়ই দারুণ।’

শেষ না হওয়ার আগ পর্যন্ত কখনোই মাশরাফি হাল ছেড়ে দেয় না উল্লেখ করে গেইল বলেন, ‘ও প্রতি ম্যাচের শেষ দেখে। ও অনেক ভালো শ্রোতাও বটে। পাশাপাশি ও সবাইকে শ্রদ্ধাও করে অনেক।’

‘সবাইকে অনেক ধন্যবাদ। এটা অনেক বড় ম্যাচ, অনেক বড় উৎসব। ফাইনালে এমন সেঞ্চুরি করা দারুণ ব্যাপার। এটা জয়ের উপলক্ষ তৈরি করেছে। যার জন্য এটা আমার জন্য বিশেষ কিছু। আমি খুব খুশি আমরা সেরা হয়ে বের হতে পেরেছি।’

উল্লেখ্য, ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারানোর দিনে ৬৯ বলে করেছেন ১৪৬ রান করেন গেইল। ১৮টি ছয় ৫টি চারের সাহায্যে দানবীয় ইনিংসটি সাজিয়েছেন গেইল। তাইতো ম্যাচ শেষে সব পুরস্কার উঠল ‘ছক্কার রাজার’ হাতে। ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা সঙ্গে রংপুরের হয়ে শিরোপা জয়।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :