মির্জাপুরে উৎসাহ-উদ্দীপনায় হানাদারমুক্ত দিবস পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৪

শহীদের স্মরণে মুক্তির মঞ্চে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সমাবেশ ও বিজয় র‌্যালির মধ্যদিয়ে টাঙ্গাইলের মির্জাপুর হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে ১৩ ডিসেম্বর মির্জাপুর উপজেলা পাক হানাদারমুক্ত হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এসকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের প্রথম প্রহরে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক এবং উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডের নেতারা।

পরে দিবসটি উপলক্ষে মুক্তির মঞ্চে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয়। সেখানে বক্তৃতা করেন- একাব্বর হোসেন এমপি, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও আম্বার আলী প্রমুখ।

পরে শান্তির প্রতীক পায়রা উঠিয়ে মুক্তির মঞ্চের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সাংসদ একাব্বর হোসেন। আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মির্জাপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :