‘শর্ত ছাড়াই উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:১১ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯

উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনে পূর্বশর্ত ছাড়াই যে কোনো সময় কথা বলতে রাজি যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।

এর আগে যুক্তরাষ্ট্রের শর্ত ছিল আলোচনার জন্য উত্তর কোরিয়াকে অবশ্যই নিরস্ত্র হতে হবে। টিলারসনের এই বক্তব্যের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে আসলো।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক পলিসি ফোরামে দেয়া বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

টিলারসন বলেন, ‘আসুন একত্রিত হই, আপনারা চাইলে আবহাওয়া নিয়েও কথা হতে পারে।আপনারা যদি আলোচনায় বসতে জারি থাকেন তাহলে তা গোল কিংবা চারকোনা যে টেবিলেই আপনারা বসতে বেশি আগ্রহবোধ করবেন সেখানেই বসব।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাতিসংঘও বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে।

তবে সেসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। যদিও এই প্রস্তুতি ‘যুদ্ধের নয়, আত্মরক্ষার’ বলে দাবি করে আসছে উত্তর কোরিয়া।

সম্প্রতি পিয়ংইয়ং সফর করে আসা জাতিসংঘের রাজনৈতিক প্রধান জেফ্রি ফেল্টম্যানও বলেছেন, যুদ্ধ থেকে বিরত থাকার গুরুত্ব অনুভব করছেন উত্তর কোরিয়ার কর্মকর্তারাও।

আটলান্টিক পলিসি ফোরামের আলোচনায় টিলারসনও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ‘পারমাণবিক অস্ত্রসজ্জিত উত্তর কোরিয়াকে মেনে নেবে না।’

এরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নমনীয় করার ইঙ্গিত দেন।

টিলারসন বলেন, ‘তারপর আমরা একটি ম্যাপের রূপরেখা তৈরি শুরু করতে পারি, একটি রোডম্যাপ, যা নিয়ে সম্ভবত আমরা একত্রে কাজ করতে রাজি আছি।’

তবে টিলারসনের বক্তব্যের কয়েক ঘন্টা পর হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া সম্পর্কে ‘তার অবস্থানে পরিবর্তন ঘটেনি’।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

ভারতে লোকসভার ভোট শুরু

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :