ভোলায় পুলিশের মাদকবিরোধী সাইকেল র‌্যালি

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:১০

ভোলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহরের বাংলা স্কুল মাঠে এ র‌্যালির উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পৌর কাউন্সিলর ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মোকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, বরিশাল বিভাগে পুলিশের মাদকবিরোধী অভিযান ও গণসচেনতার জন্য ইতোমধ্যে বরিশাল জেলায় ১২৮ জন, পটুয়াখালীতে ৭৬ জন, ঝালকাঠিতে ৫২ জন ও ভোলায় ৫৫ জন মাদকসেবী ও বিক্রেতা পুলিশের হাতে আত্মসমর্পন করেছে। আমরা সকল জেলায় মাদকসেবী ও বিক্রেতাদের বুঝিয়ে ভালো পথে আনার চেষ্টা করছি। যারা আত্মসমর্পন করবে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :