মির্জাগঞ্জের কাঁঠালতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প বৃহস্পতিবার

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৮

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলীতে ডেন্টাল চিকিৎসা সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ওরাল ক্যানসার সোসাইটি ও আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজ।

বৃহস্পতিবার কাঠালতলীর আখতার হোসেন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। যা চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত।

ডেন্টাল ছাড়াও চক্ষু, মেডিসিন ও গাইনিসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করবেন। রোগীদের জন্য বিনামূল্যে সকল ঔষধের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম রঞ্জু ছাড়াও ডা. মো. শাখাওত হোসেন মঞ্জু (ইউএসএ), ডা. মো. শামসুজ্জোহা, ডা. মো. খালিদ মাহামুদ, ডা. মো. জামশেদ আলী, ডা. মো. নাবিদ আঞ্জুম, ডা. মোসা. নাজিজা তাসনিম, ডা. মোসা. মৌসুমি কবির, ডা. মো. হাসান শরীফ, ডা. মো. রাকিবুল হাসান প্রমুখ চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা দেবেন।

ডা. মো. সাইফুল ইসলাম রঞ্জু ঢাকাটাইমসকে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা এই মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি। কারণ অনেকেই অর্থনৈতিক সমস্যাসহ নানা কারণে একটু ভালো চিকিৎসা সেবা নিতে পারে না। এরআগেও পটুয়াখালীসহ বেশ কয়েকটি জায়গায় আমরা ক্যাম্প করেছি। অনেক সাড়া পেয়েছি। আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে নিয়মিত এই ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করার।

ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :