কুড়িগ্রামে কাঁশবন দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৩১ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২৮
হাসপাতালে চিকিৎসাধীন সংঘর্ষে হতাহতদের কয়েকজন

কুড়িগ্রামের হলোখানায় কাঁশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম নুরজামাল মন্ডল (৫৫)। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। পুলিশ পর্যন্ত তিনজনকে আটক করেছে। বুধবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষ হয়।

নিহত নুরজামাল হলোখানা মৌজার ভোলা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ৬৫ একর জমি নিয়ে এনামুল হক গং এবং একরামুল গংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।

আজ দুপুরে জমির মালিক এনামুল হক ও তার পরিবারের লোকজনসহ শ্রমিকদের নিয়ে কাঁশবন কাটতে যান। এ সময় প্রতিপক্ষ একরামুল হক গং আকস্মিকভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন নুরজামাল মন্ডল। এতে সংঘর্ষে উভয়পক্ষের আহত হয় ১৫জন।

আহতদের মধ্যে ইসলাম মন্ডল (৪০), সাইয়্যেদুল হক (২৫), মিলন (২৬), মাঈদুল মন্ডল (৩০), সিরাজুল হক (৫২), মালেকা বেগম (৫০), রফিকুল ইসলাম মন্ডল (৩৫), শহিদুল মন্ডল (৬০) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

গত ৯ ডিসেম্বর একই কাশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :