প্রাণনাশের হুমকির মামলা

রিহ্যাব নেতা সোহেল ও শামিমের জামিন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৬

প্রাণনাশের হুমকির মামলায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহ-সভাপতি (অর্থ) মো. সোহেল রানা ও সদস্য শামিম আহমেদের জামিন মঞ্জুর করেছে আদালত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীকে কটূক্তির তদন্তে বাধা দিয়ে প্রাণনাশের হুমকির ওই মামলায় বুধবার তারা ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানা তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে কটূক্তি করার অভিযোগে সোহেল রানা এবং সরদার মো. আমিনের বিরুদ্ধে একটি মামলা হয়। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানা আওয়ামী লীগের সদস্য মো. মোতালেব সিকদার নান্নু আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে থানাকে তদন্তের নির্দেশ দেয়।

কলাবাগান থানাধীন এলাকায় রিহ্যাব আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সোহেল রানা বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি এবং রিহ্যাবের সাবেক সদস্য সরদার মো. আমিন ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করার অভিযোগে ওই মামলা করা হয়।

কটূক্তির বিষয়ে রিহ্যাবের পক্ষ থেকে একটি কমিটি করা হয়। কমিটির তদন্তের সাক্ষী ও রিহ্যাব পরিচালক কামাল মাহমুদকে গত ১১ অক্টোবর আসামি সোহেল রানা এবং শামিম আহমেদ প্রাণনাশের হুমকি প্রদান করলে তিনি কলাবাগান থানায় সাধার ডায়েরি (জিডি) করেন। ওই জিডির তদন্তে সত্য প্রমাণিত হলে কলাবাগান থানার এসআই মনজুর হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে বিচারক আসামিদের বিরুদ্ধে গত মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/আরজে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :