পরিবেশ খাতে সরকারের ৭ বিলিয়ন ডলার অর্থায়নের পরিকল্পনা

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ খাতে সরকার আগামী পাঁচ বছরে (২০১৬-২০২১) সাত বিলিয়ন ডলার অর্থায়ন করবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার রাজধানীর একটি হোটেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকারের চলমান পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ অন্যান্য জাতীয় পরিকল্পনার যে লক্ষ্য ও উদ্দেশ্যে ঠিক করা হয়েছে তা অর্জনে ২০২১ সালের মধ্যে সরকার পরিবেশ খাতে সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সরকার এ খাতকে খুব গুরত্বের সঙ্গে দেখছে, কারণ জলবায়ু ঝুঁকি ভয়াবহ রুপ নিয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী নই।’

তিনি বলেন, ‘বিশ্বের পাঁচটি বড় দেশ চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল ও ভারত ৫৫ শতাংশ কার্বণ নিঃসরণ করে। অথচ এসবের ভুক্তভোগী হচ্ছি আমরা। বিশ্বব্যাপী এই সমস্যা থেকে উত্তরণের জন্য পরিবেশ ব্যবস্থাপনায় আমাদের নজর দেওয়ার বিষয়টা ইতোমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘সরকার যে নীতি বা প্রকল্প হাতে নিয়েছে সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে সকলের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে। আমরা আশা করি যে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে সঠিক ও অগ্রাধিকারযোগ্য প্রকল্প নির্বাচনে এই কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা সহায়ক হবে।’

পরিবেশ বিপর্যয় বৈশ্বিক সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পরিবেশ বিপর্যয় শুধু আমাদের একার সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। তাই এককভাবে মোকাবেলা সম্ভব নয়। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের নীতিগত উদ্দেশ্য সফলভাবে অর্জনে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএইডের মিশন ডিরেক্টর জেনিনা জেরুজালস্কি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আবাসিক প্রতিনিধি ডেভিড ডুলান, বন ও পরিবেশ পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদসহ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউর রহমান ও আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এনআই/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :