জেরুজালেম: ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান ৫৭ মুসলিম দেশের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২১:৩৭ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৩

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ইসলামি সহযোগী সংস্থা ওআইসির ৫৭টি দেশ।

আজ বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি সম্মেলন থেকে এই ঘোষণা দেন সংস্থার মহাসচিব ইউসেফ আল-ওথাইমিন। এ সময় তিনি মুসলিম বিশ্বের নেতাদের এ ইস্যুতে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউসেফ আল-ওথাইমিন বলেন, ‘ওআইসি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ট্রাম্প এই ঘোষণার মধ্য দিয়ে পুরো মুসলমানদের অনুভূতিকে উসকে দিয়েছেন। এটা এ অঞ্চলে এবং বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে।'

ইউসেফ আল-ওথাইমিন বক্তব্য দেয়ার আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ট্রাম্পের এই ঘোষণা বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলেছে।এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র 'শান্তি প্রক্রিয়া থেকে নিজেদের অযোগ্য' ঘোষণা করেছে।

তিনি আরো বলেন, 'ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আমরা গ্রহণ করব না। যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা পুরোপুরি ইসরায়েলের অনুগত।'

১৯৬৯ সালের প্রতিষ্ঠিত ওআইসির কোনো প্রস্তাবকে ৫৭টি 'মুসলিম দেশের সমষ্টিগত কণ্ঠস্বর’ হিসেবে বিবেচনা করা হয়।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। এই সময় ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণাও দেন তিনি। এই ঘোষণার পর পরই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ট্রাম্প বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :