রসিক নির্বাচন

ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঝন্টুর

রফিকুল ইসলাম রফিক, ঢাকাটাইমস, রংপুর
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২১:২৯ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:০৯

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। আজ বুধবার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

তিনি সবচেয়ে বেশি আচরণবিধি মেনে চলেন দাবি করে সরকারদলীয় প্রার্থী বলেন, ‘তার পরও আমার ওপর স্টিম রোলার চালানো হচ্ছে। এখন নির্বাচন কমিশনের ওপর নির্বাচন। আমার ওপর এক রকম আইন তাদের ওপর এক রকম আইন তা ঠিক নয়।’

ঝন্টু জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার প্রতি ইঙ্গিত করেন আচরণবিধি লঙ্ঘনের। তিনি অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার লাঙ্গল মার্কার একটি সভা অনুষ্ঠিত হয়েছে সাতমাথা এলাকায়। তারা স্টেজ ব্যবহার করেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু সেখানে ম্যাজিস্ট্রেট যায়নি। কিন্তু আমি স্টেজ কেন চেয়ারে বসে মিটিং করতে গেলেই তারা বাধা দিচ্ছে।’

ঝন্টু বলেন, ‘যারা আচরণবিধি মেনে চলার পরও তাদের ডিস্টার্ব করা হচ্ছে মানে নির্বাচনটা অন্যদিকে নেয়ার চেষ্টা চলছে।

এদিকে আর একটি পক্ষ থেকে ঝন্টুর বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রভাব খাটানো ও কালো টাকা ব্যবহারের। এমন অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন সদ্য সাবেক মেয়র ঝন্টু। তিনি বলেন, ‘কালো টাকা কী আর সাদা টাকা কী আমি তা জানি না। টাকার অভাবে নির্বাচন করতে পারছি না। বরং কালোটাকা যাদের কাছে আছে তারাই এই টাকার ব্যবহার জানেন।’

গতকাল মঙ্গলবার বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা এবং বাসদ-সিপিবির প্রার্থী আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, কালো টাকার ব্যবহার করছেন ঝন্টু।

এ অভিযোগের প্রতিবাদ করে ঝন্টু বলেন, ‘আমি অনুরোধ করব তারা যে কালো টাকার ব্যবহার মানুষকে শিখিয়েছেন তার ব্যবহার তারা বাদ দিক।’

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :