জবি শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক বাকী

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২১:৩৯ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ২১:১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি গবেষণা পরিচালক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠান হয়। শিক্ষক সমিতির এ নির্বাচনে সরকারপন্থী নীলদলের দুইটি প্যানেল প্রতিযোগিতা করলেও নেই বিএনপিপন্থী সাদাদল।

শিক্ষক সমিতির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ একাউন্টিং অ্যান্ড ইনফর্মেশন সিস্টেম সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়া দশ জন সদস্য হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগম, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লীমা হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম (জলি) শিক্ষা ও গবেষণা বিভাগের সহকারী অধ্যাপক শিল্পী রানী সাহা, মার্কেটিং বিভাগের প্রভাষক বিদ্যুৎ কুমার বালো, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: জাকির হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো: আসাদুজ্জামান ও ফিন্যান্স বিভাগের প্রভাষক মো: ইমরান হোসাইন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহির উদ্দিন আরিফ। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুরঞ্জন কুমার দাস, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মমিন, ইসলামিক স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোস্তফা কামাল ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/আইএইচ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :