বোয়ালমারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ২২:৪২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌতুকের দাবিতে তানিয়া (২২) নামে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার দুপুরে গুনবহা ইউনিয়নের দক্ষিণ কামারগ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তানিয়া আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের আজহারের মেয়ে। তার দেড় বছরের একটি কন্যা শিশু রয়েছে।

নিহতের বাবা আজাহার মোল্যা জানান, বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রামের ইসহাক মন্ডলের ছেলে ভ্যান চালক ইবরাহিম মন্ডলের (৩০) সাথে ৩ বছর আগে আমার মেয়ে তানিয়ার (২০) বিয়ে হয়। বিয়ের সময় ইব্রহিমকে ৮৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। তার পরেও ইব্রাহিম ও তার পরিবার প্রায় টাকার জন্য আমার মেয়েকে প্রায় জন্য নির্যাতন করত। গত তিন-চার দিন আগে বাবার বাড়ি থেকে ১০ হাজার টাকা এনে দেওয়ার জন্য আমার মেয়েকে চাপ দেয়। টাকা দিতে না পারায় তাকে বেধরক মারপিট করেছে। আজ সকালে এ কথা আমার মেয়ে আমাকে ফোনে জানায়। আমি তাকে বলি আমি দ্রুত আসছি। কিন্তু বেলা ১২টার সময় মোবাইল জানতে পারলাম আমার মেয়ে মারা গেছে। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়েছে। আমি এর যথাযথ বিচার চাই।

থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান দর্জি বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :