টি-১০ লিগের পর্দা উঠছে আজ

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:০৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:০৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

প্রথমবারের মতো টি-১০ ক্রিকেট লিগ দেখতে যাচ্ছে বিশ্ব। শারজাহতে আজ পর্দা উঠবে টি-১০ ক্রিকেট লিগের। ছয়টি দলের অংশগ্রহণে আজ শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। আজ উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ।

বাংলাদেশ সময় রাত দশটায় বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হবে কেরালা কিংস। রাত বারোটায় মারাঠা অ্যারাবিয়ান্সের মুখোমুখি হবে পাখতুনস। ম্যাচে প্রতিটি দল দশ ওভার করে ব্যাট করতে পারবে। ম্যাচের সময় হবে সর্বোচ্চ ৯০ মিনিট। ইনিংসে একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবে।

বাংলাদেশ থেকে তিনজন খেলোয়াড় এই টুর্নামেন্টে দল পেয়েছে। মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে বেঙ্গল টাইটার্স। তামিম ইকবালকে দলে নিয়েছে পাখতুনস। সাকিব আল হাসানকে দলে নিয়েছে কেরালা কিংস।

টেস্ট থেকে ওয়ানডে এবং ওয়ানডে থেকে টি-টোয়েন্টি। এবার টি-টোয়েন্টির পর টি-টেন ক্রিকেটের উত্তেজনা দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক।

টি-১০ ক্রিকেট লিগের দল ও আইকন খেলোয়াড়দের নাম:

১. মারাঠা অ্যারাবিয়ান্স-বীরেন্দের শেওয়াগ (আইকন খেলোয়াড়)।

২. কেরালা কিংস-ইয়ন মরগ্যান (আইকন খেলোয়াড়)।

৩. পাখতুনস-শহীদ আফ্রিদি (আইকন খেলোয়াড়)।

৪. পাঞ্জাবি লেজেন্ডস-শোয়েব মালিক (আইকন খেলোয়াড়)।

৫. কলম্বো লায়ন্স-দিনেশ চান্দিমাল (অধিনায়ক)।

৬. বেঙ্গল টাইগার্স-সরফরাজ আহমেদ (আইকন খেলোয়াড়)।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এসইউএল)