২০১৮ সালের বিপিএলেও রংপুরে গেইল

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বলতে গেলে ফাইনাল ম্যাচে একাই ম্যাচ জিতিয়ে রংপুর রাইডার্সকে শিরোপা এনে দিয়েছেন ক্যারিবীয় ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। তার ৬৯ বলে ১৪৬ রানের ইনিংসটিই মূলত রংপুরের শিরোপা নির্ধারণ করে দেয়।

জানা গেছে, বিপিএলে এবারের আসরে এমন দানবীয় ব্যাটিংয়ের পর রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ক্রিস গেইলের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। অর্থাৎ, আগামী বছরও রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে দেখা যেতে পারে ক্রিস গেইলকে।

এবারের বিপিএলে ১১টি ম্যাচ খেলে ৪৮৫ রান করেছেন ক্রিস গেইল। তিনি করেছেন দুইটি হাফ সেঞ্চুরি ও দুইটি সেঞ্চুরি। চার মেরেছেন ২৯টি ও ছক্কা হাঁকিয়েছেন ৪৭টি। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার সহ পান টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

বিপিএলের পাঁচ আসরেই ক্রিস গেইল খেলেছেন। অন্যান্য আসরে দু’চারটি ম্যাচ খেললেও এবার লিগ পর্ব থেকেই তিনি খেলেছেন। গেইলের দলে খেলেছেন আরেক দানবীয় ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককলামও। বিপিএলে ক্রিস গেইল মোট পাঁচটি সেঞ্চুরি করেছেন।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এসইউএল)