জেরুজালেম: ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা সৌদি বাদশার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:১৩

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। পাশাপাশি তিনি পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিতে সৌদির প্রতিশ্রুতি কথা পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরার।

বুধবার বাদশা সালমান বলেন, ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেম রাজধানী হিসেবে পাওয়া ফিলিস্তিনের অধিকার।

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহ পর সৌদি বাদশা এই বক্তব্য দিলেন।

গতকাল বুধবার রিয়াদের সুরা কাউন্সিলে দেয়া বাদশা সালমানের বক্তব্য টেলিভিশনে প্রচার করা হয়। গতকাল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি সম্মেলনেও মুসলিম নেতারা ফিলিস্তিনকে স্বাধীন দেশ ও পূর্ব জেরুজালেমকে তার রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে।

বাদশা সালমান বলেন, ‘আমরা ফিলিস্তিনের ইস্যুতে একটি রাজনৈতিক সমাধান চাই। ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে পাওয়া ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত মারাত্মক পক্ষপাতমূলক উল্লেখ করে সৌদি বাদশা বলেন, ‘ট্রাম্পের এই সিদ্ধান্ত জেরুজালেমে ফিলিস্তিনি জনগণের অধিকারের বিপক্ষে। আর ফিলিস্তিনিদের এই অধিকার আন্তর্জাতিক রেজুলেশনে নিশ্চিত করা হয়েছে।’

বাদশা সালমান আরো বলেন, ‘আমি আবার বলছি, জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও গভীর দুঃখ প্রকাশ করছি। জেরুজালেম ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকার।’

ওআইসির সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।

ওআইসির জরুরি শীর্ষ সম্মেলনে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ কিংবা যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যোগ দেননি। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সম্মেলনে যোগ দিতে পাঠিয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :