ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা আয়োজন

সাজ্জাদ বাবু, ফরিদপুর
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৬

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. এরাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ মো. জামাল পাশা, অ্যাডভোএকট সুবল চন্দ্র সাহা, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডা. এম এ জলিল, আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এসবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :