গুজরাট নির্বাচন: শেষ দফার ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:১৩ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯

ভারতের গুজরাটে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

মোট ১৮২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আজ ৯৩টি আসনে ভোট দেবেন ২.২২ কোটি ভোটার । এর আগে গত ৯ ডিসেম্বর ৮৯টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় ৬৬.৭৫ শতাংশ ভোট পড়েছে। সোমবার অর্থাৎ ১৮ ডিসেম্বর মোট ১৮২টি আসনের গণনা হবে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ১০টা পর্যন্ত ভোটের গড় হার ১২ শতাংশ। সোয়া ১২টার দিকে সবরমতীর রনিপ এলাকায় ১১৫ নম্বর বুথে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তার আগে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'সবাই রেকর্ড মাত্রায় ভোট দিন। নির্বাচন হল গণতন্ত্রের উৎসব।'

নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১০টা পর্যন্ত দাভইয়ে ভোট পড়েছে ১৫ শতাংশ, শিয়াজিগঞ্জে ১১ শতাংশ, করজানে ৯ শতাংশ ভোট পড়েছে। আহমেদাবাদে প্রথম দু'ঘণ্টায় ভোট পড়েছে ৯.৬ শতাংশ। এখন পর্যন্ত বড়সড় কোনও অশান্তির খবর নেই।

গুজরাটের মুখ্য নির্বাচন অফিসার জানিয়েছেন, ইভিএম-এ প্রযুক্তিগত ত্রুটি নিয়ে এখনও পর্যন্ত ৬৩টি অভিযোগ জমা পড়েছে।

আহমেদাবাদের ভেজারপুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ভোট দিয়ে বেরিয়ে বলেন, 'আমি গুজরাটের জনতার কাছে অনুরোধ করছি, সবাই আসুন। বিপুল ভোট দিন। বিকাশের যাত্রাকে এগিয়ে নিয়ে যান।'

দ্বিতীয় দফায় চিন্তা একটাই, তা হলো ভোটদানের হার। কারণ, এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ভোট খুব বেশি পড়ছে না। জুহাপুরায় প্রায় সব বুথেই ভোটের হার অত্যন্ত কম। কিছু বুথে তো সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২০টিরও কম ভোট পড়েছে।

গান্ধীনগরে সকাল সকাল ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। ভোট দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পাটেলও। নরনপুরায় ভোট দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

আজ মোট ২৫ হাজার ৫৫৮টি বুথে ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। তার মধ্যে ৬৯ জন মহিলা প্রার্থী। উত্তর, পূর্ব, মধ্য গুজরাট এবং আহমেদাবাদ অঞ্চলে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। মোট ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৬৭ জন ভোটারের এ দিন ভোট দেয়ার কথা।

গতবার এই ৯৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৫২টি, কংগ্রেস ৩৯টি। এবারও ক্ষমতাসীন শহর ও মফস্বল শহরে ভালো ফল করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের আশা গ্রামের ভোট।

গতবার শহরাঞ্চলের ২৩টি কেন্দ্রের মধ্যে বিজেপি জিতেছিল ২১টিতে। গ্রাম এলাকায় ২৮টি আসনে জিতেছিল কংগ্রেস, ১৩টি তপশিলি উপজাতি সংরক্ষিত কেন্দ্রের মধ্যে ১০টিই জিতেছিল তারা। বিজেপি জয় পায় ২০টিতে।

সূত্র: এই সময় ও আনন্দবাজার

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :