বিসিবিকে ‘সরি’ বলে তামিমের শারজা যাত্রা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:২৯

মিরপুরের উইকেটে নিয়ে সমালোচনা করায় বিসিবির তোপের মুখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবালকে। শোকজ করা হয়েছিল তাকে। শোকজের জবাব দিতে আজ মিরপুরে গিয়েছিলেন তিনি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে নিজের করা মন্তব্যের জন্য দু:খ প্রকাশ করেছেন তামিম।

তামিমের বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবির অন্যতম পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম।তিনি বলেন, ‘উইকেট নিয়ে তামিমের সমালোচনার প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেবে তা বোর্ডের অভ্যন্তরীন বিষয়। সবার সামনে বলা যাবে না। আমাদের ডেকোরাম আছে। তাছাড়া তামিম জাতীয় দলের প্লেয়ার। আমরা তাকে যা জিজ্ঞেস করেছি এবং সে যা বলেছে সেটা আমাদের দুই পক্ষের মধ্যেই থাকবে। তবে এটুকুই বলতে পারি উনি দুঃখ প্রকাশ করেছেন।’

আনাম যোগ করেন,‘ শব্দচয়ন কীভাবে আপনি করবেন এবং কতটুকু বলতে পারবেন সেটা আন্তর্জাতিকভাবে সকল প্লেয়ারের জানা উচিত। আপনি অবশ্যই বলতে পারেন এটি একট ডাবল পেসড উইকেট, টার্নিং উইকেট। এমনটি আপনি ফাস্ট উইকেটও বলতে পারেন। তিনি বলতে পারতেন আরও কুইক বল আসলে আমি আরও স্ট্রোক খেলতে পারতাম। কোড অব কনডাক্টে বলা আছে তিনি কী বলতে পারবেন। কোড অব কনডাক্টে যে সীমাবদ্ধতা আছে তার চেয়ে বেশি বলেছেন বলেই তাকে ডাকা হয়েছে।’

টি-টেন ক্রিকেট লিগ খেলতে গতকাল শারজা যাওয়ার কথা ছিল তার। ইতোমধ্যে সাকিব শারজায় পৌঁছেছেন। বাংলাদেশি আরেক তারকা মুস্তাফিজের খেলার কথাও থাকলেও বিসিবির ছাড়পত্র না পাওয়ায় যেতে পারেননি তিনি।

বিসিবির শোকজের কারণে গতকাল শারজায় যেতে পারেননি তামিম। তবে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি। তামিম বলেন,‘ সব কিছু ঠিক আছে। আমার আসলে ওভাবে সমালোচনা করা ঠিক হয়নি। আজ সন্ধ্যায় শারজা রওয়ানা হচ্ছি।’

তামিম অারো বলেন,‘উনাদের উদ্বেগ আমাকে জানিয়েছেন। উইকেট নিয়ে আমি যে ভাষায় কথা বলেছি সেগুলো আরও সুন্দর হতে পারতো। আমি হয়তো ভালোভাবে বলতে পারিনি। এটাই আমার বলার ছিল ।আমার মনে হয়, উনারাও বিষয়টা সুন্দরভাবে নিয়েছেন। আমি বাংলাদেশের জন্য খেলি। বিসিবি আমার অভিভাবক। গ্রাউন্ড, উইকেট এবং আউটফিল্ডস আমাদেরই সম্পদ। ভবিষ্যতে এ বিষয়ে আমি আরও সতর্ক থাকবো।’

২ ডিসেম্বর রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা করেছিলেন তামিম। উইকেটকে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করে তামিম বলেছিলেন, ‘যে উইকেট বানিয়েছেন তাকে জিজ্ঞাসা করা উচিৎ।’

তামিম বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। উইকেট নিয়ে তার সমালোচনাকে বিসিবির শৃঙ্খলাবিরোধী হিসেবেই মনে করছেন বিসিবি কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :